করোনার ২য় টিকা নিয়েছেন কবি এ কে সরকার শাওন। ২৯ এপ্রিল ২০২১ রাজধানীর উত্তরাস্ত বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে টিকা নিয়েছেন তিনি। এ সময় কবির সহধর্মিণী নাজমা আশেকীন শাওন তাঁর পাশে ছিলেন! তিনি গত ৩ মার্চ প্রথমবার করোনার টিকা নিয়েছিলেন। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তিনি লিখেছেন,
মহান আল্লার অশেষ রহমতে করোনার ২য় ডোজ টিকা নিলাম। দেশে ” “গণটিকা” নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ। গুটিকয়েক দেশেই গণটিকা দেয়া হচ্ছে। সহজে কিছু পেলে ও কাছের মানুষকে মনুষ্য প্রজাতির একটা শ্রেণি বরাবরই অবহেলা করে! টিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে আরও একবার অন্তরের অন্তর থেকে সাধুবাদ। ভূপেন হাজারিকার “মানুষ মানুষের জন্য” এই বাকটিই হোক করোনা কালীন স্লোগান।
“মানুষ হোক কাজের কাজী;
বন্ধ হোক চাপাবাজী!
নিজের চরকায় দিক তেল
গীবত পরচর্চা দূরে ঠেল!”