ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের বাবা বগুড়া করোনেশন ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত প্রথিতযশা শিক্ষক আবুল হোসেনের (৮২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ১৯৯৯ সালের ১৬ নভেম্বর জামাত-শিবির কতর্ৃৃক নির্যাতিত ছাত্র নেতা প্রভাষক মো: গিয়াস উদ্দিন।
তিনি এক বিবৃতিতে বলেন,‘শফিক ভাই আমার সহদর অগ্রজের মত। আর তার পিতা ছিলেন আমার পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য’। তিনি আরো বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখতে এসে তৎকালিন রাবি: ছাত্রলীগের সভাপতি শফিক ভাইয়ের হাতে আমাকে তুলে দিয়েছিলেন’। তখন থেকেই আমি তার ছোট ভাই হয়ে গেলাম।
তাই শ্রদ্ধেয় চাচাজানের মৃত্যুতে আমিও শোকে মূহ্যমান।
তিনি মরহুম আবুল হোসেনের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সেই সঙ্গে সাখাওয়াত হোসেন শফিকসহ পরিবারের সকল সদস্য যাতে এই শোক সামাল দিতে পারেন তার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেছেন বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।