ভাঙ্গুড়ায় আ:রাজ্জাক (৫০) নামের চার সন্তানের জনকের বিরুদ্ধে এক প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।অভিযুক্ত আ:রাজ্জাক ভাঙ্গুড়া উপজেলার মন্ডতুষ ইউনিয়নের চকমৌইষাট গ্রামের মৃত মাজন প্রামানিকের ছেলে।
প্রতিবন্ধীর পরিবার জানায়, গত সোমবার(২৬এপ্রিল)সকাল ১১টার দিকে বাড়িতে কেউ না থাকায় আ:রাজ্জাক মেয়েটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। প্রতিবন্ধী কিশোরির চিতকারে প্রতিবেসিরা এগিয়ে এলে লম্পট আ:রাজ্জাক পালিয়ে যায়।ঔ রাতেই কিশোরির বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা করেন।মঙ্গলবার সকালে ভাঙ্গুড়া থানা পুলিশ আ:রাজ্জাককে আটক করে পাবনা জেল হাজতে পেরণ করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুহম্মদ আনোয়ান হোসেন বলেন, মঙ্গলবারে অভিযুক্তকে আটক করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে পাবনা জেল হাজতে পেরণ করা হয়েছে।