ষ্টাফ রিপোর্টার,ফরিদপুর(পাবনা): এলজিইডি’র প্রধান প্রকৌশলী(অব:)আবুল কালাম আজাদ’র পিতা পাবনার ফরিদপুর উপজেলার পারফরিদপুর গ্রামের এএসপি(অব:) ও ফরিদপুরউপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ ইব্রাহিম হোসেন গত ২৬ জূলাই রবিবার রাত দেড়টায় রাজশাহীর মহিষবাথান নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি……………রাজিউন। মৃর্ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৮ ছেলে-মেয়ে,নাতি-নাতনী,আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। বাদ জোহর নামাজে জানাজা শেষে রাজশাহীর মহিষবাথান পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে ভাঙ্গুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের অধ্যক্ষ মো: শহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম গভীর শোক প্রকাশ করেছেন । সেই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।