আজ শনিবার (১৭-এপ্রিল) সকাল ১১.৫৮ মিনিটে রাজধানীর শ্যামলী মিরপুর রোডে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে টিকাদান কেন্দ্র থেকে টিকা নেন।
এর পূর্বে তিনি গত বুধবার (১৭-ফেব্রুয়ারি) প্রথমবার করোনার টিকা নিয়েছিলেন তিনি।
তিনি বলেন, টিকা নিয়ে ভয়ের কিছু নেই।জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে আজ মানুষের সুস্থতার জন্য করোনা ভ্যাকসিন স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসেছেন। তিনি সবাইকে জাতীয় ও দেশের মঙ্গলের সার্থে টিকা নেওয়ার আহ্বান জানান।