বুধবার ভোরে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের সদস্য আব্দুল হান্নানকে (২২) গাজীপুর থানা পুলিশের সহযোগিতায় আটক করেছে সলঙ্গা থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে গাজীপুরের কালিগঞ্জ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আব্দুল হান্নান উলাপাড়া উপজেলার গয়হাট্টা বাগলগাছী গ্রামের আব্দুস সাত্তার আকন্দের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গত ৪ মার্চ হাটিকুমর“ল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকা থেকে রাতে একটি বাজাজ কোম্পানির পালসার ১৫০ সিসি মোটরসাইকেল ছিনতাই হয়। মোটরসাইকেল মালিক নাটোরের ক্ষুদ্রমালঞ্চি এলাকার আবু তাহেরের ছেলে তারেক আজিজ সলঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানা পুলিশ গাজীপুর থানা পুলিশের সহযোগিতায় এই এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল ছিনতাই চক্রের সদস্য আব্দুল হান্নানকে আটক করে এবং পরে তার দেওয়া তথ্যমতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।