করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত আট দিনের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরই আলোকে পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃংখলা বাহিনীর সদস্য সমন্বয়ে একটি মনিটরিং টিম বুধবার সকালে শহর ও বাজার এলাকা পর্যব্ক্ষেণ করেন।
টিমের অন্যান্য সদস্যরা হলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মো: কাওছার হাবীব ও থানার অফিসার ইনচার্জ মুহম্মদ অনোয়ার হোসেন। জনপ্রতিনিধি,ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় সংবাদ কর্মীরা টিমকে সহযোগিতা দেন।
টিমের সদস্যরা ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজার,ভাঙ্গুড়া বাজার ও ইউনিয়ন পর্যায়ের কয়েকটি বাজার মনিটরিং করেন। এ সময় সরকারি বিধিনিষেধ অনুযায়ী সাধারণ মানুষের অযথা চলাফেরা নিয়ন্ত্রণ,বাধ্যতামূলক মাস্ক পরিধান,নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য তদারকিসহ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামুলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন,মহামারী করোনার ছোবল থেকে রক্ষা পেতে সবাই ঘরে-বাইরে যাতে মাস্ক পরিধান করে,মানুষের ভীড় এরিয়ে চলে,সামাজিক দূরত্ব মেনে চলে,ঘন ঘন হাত ধৌত করে সে বিষয়ে মানুষকে সচেতনে করার পাশাপাশি লকডাউন পিরিয়ডে সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন,করোনার সুযোগে পবিত্র মাহে রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বাড়াতে না পারে সেদিকেও নরজরদারি বাড়ানো হয়েছে।