বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য (২০২১-২২) কাজ করবে এ কমিটি। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের গোলাম মওলা। সাধারণ সম্পাদক নিউজবাংলা২৪ডটকমের সাখাওয়াত হোসেন সুমন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের আলী ইব্রাহিম।
আজ শনিবার (১০ এপ্রিল) ভার্চুয়াল প্লাটফর্মে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সদস্যদের সম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি আলী রিয়াজ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইব্রাহিম (দৈনিক ভোরের কাগজ), অর্থ সম্পাদক আব্দুর রহমান (ইন্স্যুরেন্স নিউজ বিডি), সাংগঠনিক সম্পাদক রহমান আজিজ (দৈনিক ঢাকা টাইমস), দপ্তর সম্পাদক জাকির হোসেন (দৈনিক আজকালের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. আখতারুজ্জামান (দৈনিক সংগ্রাম)।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, রেজাউল হক কৌশিক (দৈনিক ইত্তেফাক), রহিম শেখ (দৈনিক জনকণ্ঠ), গাজী আনোয়ারুল হক (নিউ নেশন), মরিয়ম সেজুতি (দৈনিক ভোরের কাগজ), মাসুদ মিয়া (দৈনিক আমাদের নতুন সময়), রিজাউল করিম (ইটিভি অনলাইন) এবং সালাহ উদ্দিন মাহমুদ (দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড)।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সভাপতি রেজাউল হক কৌশিক সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক রহিম শেখ। নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সারাবাংলা ডটনেটের গোলাম সামদানি, যুগান্তরের মনির হোসেন, দৈনিক আমাদের সময়ের আবু আলীসহ বাকি সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।