নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ॥ জ্বর-শ্বাস কষ্ট নিয়ে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম (২৪)। তিনি রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ( রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, রাশেদুল ইসলাম চলতি বছরে অনার্স শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকায় তার গ্রামের বাড়ি। নিহতের স্বজনরা জানান, বেশ কয়েকদিন যাবৎ সে জ্বর এবং শ্বাস কষ্টে ভুগছিলো । এতে করোনা উপসর্গ দেখা দিলে কয়েকদিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। পরে করোনা টেস্টের জন্য রামেকে ল্যাবে নমুনা জমা দেওয়া হয় । কিন্তু ফল এখনো পান নি তারা।
আজ ভোরে রামেকে চিকিৎসাধীন অবস্থায় রাশেদুলের মৃত্যু হয় বলে জানান স্বজনরা। এদিকে, রাশেদুলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও রাজশাহী কলেজ প্রশাসন। তার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে কলেজ প্রশাসন।