সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি’র প্রকল্প পরিদর্শন ভাঙ্গুড়ায় পশু-পাখির হিট স্ট্রোক প্রতিরোধে চিকিৎসকরা মাঠে ভাঙ্গুড়ায় ভুমি অফিসের অনলাইন কার্যক্রমে হযরানি কমেছে,নামজারি নিষ্পত্তি তরান্বিত ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ভাঙ্গুড়ায় অগ্নিকান্ডে ক্রীড়া শিক্ষকের বাড়ি ভষ্মিভুত! ৩০ লাখ টাকার ক্ষতি ভাঙ্গুড়ায় প্রচন্ড গরম উপেক্ষা করে ক্লাস করছে প্রাথমিক শিক্ষার্থীরা ! অস্বস্তিতে ছাত্র-শিক্ষক প্রশংসনীয় উদ্যোগ- ভাঙ্গুড়ায় তাপদাহে পিপাসার্ত মানুষকে আনসার কমান্ডারের পানীয় সেবা অস্বাভাবিক গরমেও খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক ভাঙ্গুড়ায় দাদন ব্যবসার ফাঁদে পড়ে নি:স্ব হচ্ছে ক্ষুদ্র কৃষক ও ব্যবসায়ী সর্বজনীন পেনশন স্কিম- ভাঙ্গুড়ায় ৪ মাসে একাউন্ট ওপেন হয়েছে মাত্র ১৪২

১ রুপিতে গম, ঘরে ঘরে চাকরির অঙ্গীকার বিজেপির

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ১৮৮ সময় দর্শন
  • Print This Post Print This Post

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র পাঁচ দিন। নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। দলটির সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোববার (২১ মার্চ) এ ইশতেহার প্রকাশের ঘোষণা দেন। বিজেপির এই ইশতেহারের নাম ‘সোনার বাংলা সঙ্কল্প পত্র’।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়, এদিন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে সভা করেন অমিত। সেখান থেকে যান কলকাতায়। নির্বাচনী ইশতেহারে পশ্চিমবঙ্গের ব্যাপক উন্নয়নের পাশাপাশি রেশনে ১ রুপিতে গম, ৩ রুপিতে লবণ এবং ৫ রুপিতে চিনি দেয়ার ঘোষণা দিয়েছে অমিত শাহের দল। দেয়া হয়েছে প্রতিটি পরিবারের অন্তত একজনের চাকরির প্রতিশ্রুতিও। পাশাপাশি রয়েছে তরুণদের দক্ষতা অর্জনের জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপনের ঘোষণা।

ইশতেহার প্রকাশের আগে বিজেপি সভাপতি বলেন, ‘অনেক বছর ধরেই ইশতেহার কেবলই ফাঁপা একটা কাগজ। কিন্তু বিজেপি সরকার গড়ার পরেই এর বাস্তবায়ন হয়েছে। এজন্যই আমরা নাম দিয়েছি সংকল্প পত্র। কারণ আমাদের সংকল্প বাংলাকে সোনার বাংলা গড়ব। এটা প্রকাশের আগে রাজ্যের নানা প্রান্তের মানুষের মতামত গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সোনার বাংলা কোনো অলীক কল্পনা নয়। অতীতে বাংলা সারা ভারতের থেকে এগিয়ে থাকত। বাংলা থেকেই স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে। কিন্তু এখন বাংলা পিছিয়ে গেছে। মমতা দিদির শাসনের পরিণাম এটা।’

রেশনে স্বল্পমূল্যে নিত্যপণ্য দেয়ার প্রতিশ্রুতির পাশাপাশি নির্বাচনী ইশতেহারে পশ্চিমবঙ্গের নারীদের জন্যও বেশকিছু উল্লেখযোগ্য পদক্ষেপের ঘোষণা দিয়েছে বিজেপি। তার মধ্যে রয়েছে- নারী পুলিশ ব্যাটালিয়ন গঠন, নারীদের জন্য থানায় বিশেষ বুথ, এককালীন ঋণ, বিধবা ভাতা বৃদ্ধি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডর মেশিন স্থাপন ইত্যাদি। এছাড়াও রয়েছে ভারতের সরকারি ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন - রায়তা-হোস্ট সহযোগিতায় : SmartiTHost
smartit-ddnnewsbd