ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা
পাবনার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে আজ রবিবার(২১মার্চ)রাতে সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের ৭দিন ব্যাপী ২৮তম বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ।
সচেতনের সভাপতি মো: আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন,সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শহিদুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজর্ ঞ্জু ও আজিদা পারভিন পাখি,জেলা পরিষদ সদস্য আসলাম আলী ও গুলশাহানারা পারভিন লিপি,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ এবং সচেতনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বাবুল বক্তব্য রাখেন।
অনুষ্ঠান স্ঞ্চালনা করেন সচেতনের সহসাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক তসলিম হোসেন সরকার।
এ উপলক্ষ্যে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠ বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। মেলায় বইয়ের স্টল ছাড়াও খাবার,গার্মেন্টস,কারুপন্য ও মনোহরিসহ নানা রকমের স্টল বসানো হয়েছে।
মেলায় রাতের আয়োজনে নিয়মিত থাকছে স্কুল ম্যাগাজিন ও সঙ্গীতাসুষ্ঠন। মেলা চলবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত।