দেশব্যাপী চলমান টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৬০ লাখ সাত হাজার ১০৩ জন।
নিবন্ধনকারীদের মধ্যে বৃহস্পতিবার (১৮ মার্চ) পর্যন্ত টিকা নিয়েছেন ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জন। তাদের মধ্যে পুরুষ ২৯ লাখ ৫৬ হাজার ৩৪ জন ও মহিলা ১৭ লাখ ৩১ হাজার ৭৯০ জন। আর বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৮৯৭ জন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক লাখ সাত হাজার ৪৩৩ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৫৮ হাজার ৯৭০ জন ও নারী ৪৮ হাজার ৪৬৩ জন। তাদের মধ্যে কারও বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ দেখা দেয়নি।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, মোট টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকায় ১৪ লাখ ৭৬ হাজার ৬৪২ জন, ময়মনসিংহে দুই লাখ ৬ হাজার ৭৭৭ জন, চট্টগ্রামে নয় লাখ ৫৯ হাজার ৮৪০ জন, রাজশাহীতে পাঁচ লাখ ১৫ হাজার ৪৮০ জন, রংপুরে চার লাখ ৫৭ হাজার ৬৮১ জন, খুলনায় ছয় লাখ ১৪ হাজার ৮৬০ জন, বরিশালে দুই লাখ সাত হাজার ৮৫৫ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ৪৮ হাজার ৬৮৯ জন টিকা নিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ হাজার ২৪০জন, ময়মনসিংহ বিভাগে ছয় হাজার ৪৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ৬২০ জন, রাজশাহী বিভাগে ১৪ হাজার ৭৯ জন, রংপুর বিভাগে ২০ হাজার ৬৩২ জন, খুলনা বিভাগে ১৫ হাজার ১১৫ জন, বরিশাল বিভাগে চার হাজার ৪৮৭ জন এবং সিলেট বিভাগে তিন হাজার ৫৭৪ জন টিকা নিয়েছেন।
গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওই দিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।