খেলার খবর : ক্রিকেটার রাকিবুল হাসানের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
এটি হবে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে তৈরি করা প্রথম ছবি।
সিনমাটির চিত্রনাট্য রচনা করবেন ক্রীড়া সাংবাদিক ও লেখক দেবব্রত মুখোপাধ্যায়। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই এ সিনেমার খবর জানিয়েছেন।
দেবব্রত তার বার্তায় জানান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাকিবুল হাসান তার জীবনের ওপর ভিত্তি করে ছবি তৈরির একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এ সিনেমার নাম পরে ঘোষণা করা হবে।
ছবিটি পরিচালনা করবেন বান্টি আফজাল। প্রযোজক হিসেবে থাকবেন রুমানা শারমিন স্বাতী।