উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ স্বামী কোরবানীর গরু কিনে না দেওয়ায় গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের পেস্তক গ্রামে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহীম হোসেন জানান, প্রায় দুই সপ্তাহ ধরে পেস্তক গ্রামের আহসান আলীর স্ত্রী সুমাইয়া আক্তার (২৫) আসন্ন কোরবানীর জন্য একটি গরু কিনে দেওয়ার জন্য অনুরোধ জানায়। কিন্তু আহসান স্ত্রীর কথা রক্ষা করতে অপারগতা প্রকাশ করলে দুইজনের মধ্যে মনমালিন্যের সৃষ্টি হয়। এর জের ধরে সুমাইয়া শনিবার বিকেলে তার শোবার ঘরের ধরনায় দঁড়ি ঝুলিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন আরো জানান, পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।