পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে আদর্শ মানলেও পারিবারিক জীবনে তাঁকে অনুসরণ করার সম্ভাবনা খুব একটা দেখাচ্ছেন না রশিদ। ক্য্যারিয়ারের শুরুতেই বিয়ে করে ফেলেছিলেন আফ্রিদি। ওদিকে নিজের বিয়ের ব্যাপারে কঠিন এক শর্ত জারি করেছেন রশিদ। আফগানিস্তানের লেগ স্পিনার জানিয়েছেন দলীয় এক অর্জনের ওপরই নির্ভর করছে তাঁর ব্যক্তিগত ‘মাইলফলক’।
আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে শীর্ষে থাকা রশিদ আজাদি রেডিওর এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন কঠিন সে লক্ষ্যের কথা, ‘আফগানিস্তান যেদিন বিশ্বকাপ জিতবে, তারপরই আমি বিয়ে করব।’ এখনো কোনো সংস্করণের বিশ্বকাপেই নকআউট পর্বের ম্যাচ না খেলা এক দেশের ক্রিকেটারের জন্য বেশ বড় ধরণের প্রতিজ্ঞাই বলা যায় একে।
নিজের লক্ষ্য পূরণে অবশ্য অনেক সময় পাচ্ছেন রশিদ খান। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে। এর আগেই আরও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে বিশ্ব ক্রিকেট। টি-টোয়েন্টিতে ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা রাখা বেশ কিছু ক্রিকেটার পেয়ে গেছে আফগানিস্তান। দেখা যাক, এই সতীর্থরা রশিদের বিয়ের ব্যবস্থা করতে পারেন কি না।