ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শীতার্থ অসহায়,দুস্থ ও গরীব বাসিন্দাদের মাঝে রবিবার কম্বল বিতরণ করেছেন মেয়র গোলাম হাসনাইন রাসেল। এ উপলক্ষ্যে পৌরসভা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন পৌরসভার সাবেক মেয়র ওসমান গণি প্রামাণিক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র ভাইস চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।
মেয়র গোলাম হাসনাইন রাসেল তার বক্তব্যে বলেন,আল্লাহর অশেষ মেহেরবানীতে দ্বিতীয় মেয়াদে আবার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি সহযোগিতা আমি নিষ্ঠার সাথে পৌরনাগরিকদের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ। তিনি বলেন,আওয়ামীলীগ সরকার জনগণের কল্যানের জন্য কাজ করে যাচ্ছেন। দলের মনোনীত একজন প্রার্থী হিসাবে আমি পৌসভার সকল নাগরিক সেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ।
অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা-কর্মচারী,শুশিল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।