এম মনিরুজ্জামান,পাবনা: বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ পাবনার সুজানগর উপজেলার আহম্মদ পুর ইউনিয়নের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চব্বিশ মাইল বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান। সম্মেলন উদ্বোধন করেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সেলিম মোর্শেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মেজবাউল রহমান রোজ, সাংগঠনিক সম্পাদক এসএম জাহাঙ্গীর ফিরোজ,আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর করিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন। এসময় আরো বক্তব্য দেন, কৃষক লীগ নেতা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা শাজাহান সিদ্দিকী, মহিউদ্দিন মিয়া,আবু হানিফ খান, আনোয়ার হোসেন বাবু, ইসমাইল হোসেন খান, আওয়ামী লীগ নেতা এস এম শওকত হোসেন, বারেক এফ রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিন্টু, ছাত্রলীগের সভাপতি তারেক আজিজ প্রমুখ। সম্মেলনে তাৎ¶ণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় নি, ওয়ার্ড কমিটি গঠন করে ভোটের মাধ্যমে পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে বলে জানা যায়।