উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়ায় জাল ভোট দিতে এসে শওকাত আলী (৪০) নামের এক যুবক পুলিশের হাতে ধরা পড়েন। উপজেলার নবগ্রাম মহল্লার কালাম প্রামানিকের ছেলে শওকাত ভট্ট কাওয়াক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে ভোট দিতে এসেছিলেন। এই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সাঈদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বির“দ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।