সংবাদ ডেস্ক: করোনা আতঙ্কে দিশেহারা অবস্থায় করোনা হেয়ারস্টাইলে মেতেছে কেনিয়ার শিশুরা। করোনা আতঙ্কে বিশ্ব যখন দিশেহারা, ঠিক তখন, এ নিয়ে এক ধরনের মজায় মেতেছে কেনিয়ার নাইরোবির বস্তির শিশুরা। তারা ভিড় করছে একটি সেলুনে। সেখানে চুল কেটে দেয়া হচ্ছে ‘করোনা হেয়ারস্টাইল’-এ। দম বন্ধ সময়ে শিশুদের একটু আনন্দ দেয়ার কাজটি করছে-সেলুন মামা ব্রায়ো৷
কেনিয়ার রাজধানী নাইরোবির সবচেয়ে বড় বস্তি কিবেরা৷ সেখানে ছোট্ট একটি সেলুন মামা ব্রায়ো। যার মালিক লেউনিটা আবওয়ালা৷ করোনা সঙ্কটে সবার যখন ব্যবসা মন্দা, তখনও থেমে নেই ৪০ বছর বয়সী লেউনিটার সেলুনের ব্যবসা।
আয় খুব বাড়েনি, তবে ভিড় বেড়েছে৷ করোনাকে পুঁজি ব্যবসা করছেন লেউনিটা। শিশুদের চুল একেবারে করোনাভাইরাসের মতো করে সাজিয়ে দিচ্ছেন তিনি৷ দেখতে অন্যরকম লাগে বলে শিশুরা লুফে নিয়েছে এই হেয়ারস্টাইল৷ খরচ মাত্র ৪৭ কেনিয়ান শিলিং, বা প্রায় ৪০ টাকা।
বিষয়টিকে অবশ্য শুধু আনন্দ এবং আয়ের কৌশল হিসেবে দেখছেন না লেউনিটা৷ জানালেন, করোনার মতো করে চুল কাটানো শিশুদের মাঝে ভাইরাসটি সম্পর্কে সচেতনতাও বাড়ছে৷
মামা ব্রায়ো বিউটি সেলুনের মালিক লেউনিটা আবওয়ালা বলেন, ‘এটা খুবই সস্তা ও সহজ তাই সবাই এটা করতে পারে। এখন জীবন খুব কঠিন হয়ে পড়ছে। সবাইকে এ ভাইরাস নিয়ে সচেতন হতে হবে।’
আফ্রিকায় করোনা ভাইরাসের বিস্তার বাড়ায় কেনিয়ায় অন্যসব ব্যবসা প্রতিষ্ঠানে বিধি নিষেধ দেয়া হলেও সেলুনগুলো এখনও খোলা রাখা হয়েছে। তবে, সেটা সামাজিক দূরত্ব মেনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৬শ’ মানুষ। মারা গেছে ৩০ জন।