চাটমোহর (পাবনা) প্রতিনিধি:নানা আয়োজনের মধ্যে দিয়ে পাবনার চাটমোহরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুর ১২টায় পৌর শহরের পুরাতন টিএন্ডটি ভবন চত্ত¡রে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতাকর্মীরা। পরে কেক কাটা এবং আলোচনা সভার মধ্যে দিয়ে কার্যক্রম শেষ হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আলীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস রাজুর সঞ্চালনায় বক্তব্য দেন, নবনির্বাচিত পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহাবুব এলাহী বিশু, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, প্যানেল মেয়র নাজিম উদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবদুল ওয়াহিদ বকুল, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জুয়েল প্রমুখ।