সিরাজুল ইসলাম আপন: উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৪৮ সালের এই দিনে (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর ৫২-র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-র গণ-অভ্যুত্থান, ৭১-র মহান মুক্তিযুদ্ধ, ৯০-র স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকা বাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় এবং গৌরবোজ্জ্বল। এদিকে সংগঠনের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ার অষ্টমনিষায় জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান শুভ উদ্বোধন করা হয়। সোমবার (৪ জানুয়ারি) সন্ধায় অষ্টমনিষা বাজারস্থ ছাত্রলীগের অফিসে এ কর্মসূচি আয়োজন করেন।
সেখানে জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,একাত্তের হাতিয়ার গর্জ্জে উঠুক,অরেকবার,তোমার আমার ঠিকানা,পদ্মা,মেঘনা ও যমুনা,তোমার নেতা আমার শেখ মুজিব, শেখ মুজিব,মুজিবের বাংলায় রাজাকারের ঠাই নাই,শেখ হাসিনার ভয় নাই,রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল।
অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে উক্ত প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধক্ষ্য ছাইদুল ইসলাম ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আ:আলিম।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই সরকার , অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাবু পরিতোষ রায় চৌধুরী, অষ্টমনিষা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মুজির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাচ্ছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোমিনুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো: মনিরুজ্জামান মনির।