আমাদের সকলেরই জীবনে প্রতিবেশীর প্রয়োজন আছে। যে কোনও সমস্যা, সুখে-দুঃখে প্রথমে প্রতিবেশীরাই কিন্তু পাশে এসে দাঁড়ায়। এছাড়াও পাশে একজন মানুষ থাকলে মনোবল বাড়ে। একাকিত্ব কাটে। প্রয়োজনে একসঙ্গে খাওয়া, গল্প এসবও চলে। কিন্তু সমস্যা অন্যরকম হয়ে যায়, যদি আপনার প্রতিবেশী আপনার ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপ করতে চান। প্রতি বিষয়ে নাক গলান, এমনকী আপনি কখনও কোথায় যাচ্ছেন, কী করছেন এই সব ব্যাপারেই নজরদারি চালান। সুযোগে আপনাকে কথা শোনাতেও ছাড়েন না। আপনি কত দামের কেনাকাটা করলেন, কারা এলেন আপনার বাড়িতে এসব নিয়ে অযথা মাথা গলাতে ভালোবাসেন। এমনকী আপনার কাজের সময় না বুঝেই হঠাৎ হঠাৎ হাজির হয়ে যান আপনার বাড়িতে। এমন প্রতিবেশী থাকলে জীবন নাজেহাল। এমন প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করবেন, কেমন সম্পর্ক রাখবেন দেখে নিন।
নিজেকে যথাসম্ভব দূরে রাখুন
যদি দেখেন প্রতিবেশী সবসময় আপনাকে হেয় করে কথা বলছে তাহলে তা কিন্তু মনে নেবেন না। এমনকী কোনও নেগেটিভ প্রভাবও পড়তে দেবেন না। ওনাকে বারবার বুঝিয়ে দিন যে আপনি তার থেকে দূরে থাকতে চান। এমনকী তার সঙ্গে কোনও কিছু নিয়ে আলোচনা করবেন না। অকারণে কোনও খাবারদাবার আদান প্রদানও করবেন না।
প্রয়োজনে বাকিদের সাহায্য নিন
সমস্যা খুব বেশি হলে বাকি প্রতিবেশীদের সঙ্গে কথা বলুন। যদি কোনও ফ্ল্যাট বা আবাসনে থাকেন তাহলে সেখানকার দায়িত্বপূর্ণ কোনও ব্যক্তিকে সম্পূর্ণ বিষয়টি জানান। তারা ব্যবস্থা নেবেন আপনার প্রতিবেশীর বিরুদ্ধে।
এরপরেও সমস্যার সমাধান না হলে ভালো করে আপনার প্রতিবেশীকে বুঝিয়ে দিন তিনি কতটা বিরক্তিজনক। যদি বুঝেও না বোঝার ভান করেন তাহলে সেইমতো ব্যবস্থা নিন। মনে রাখবেন, এরকম প্রতিবেশী থাকার থেকে না থাকা ভালো। আর এদের কোনও কথাতেই পাত্তা দেবেন না। এরকম ব্যক্তিদের হেয় মানসিকতা বা আপনাকে ছোট করার প্রবণতা যাতে আপনার জীবনে না পড়ে সেদিকে খেয়াল রাখুন। সূত্র : এইসময়