সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি’র প্রকল্প পরিদর্শন ভাঙ্গুড়ায় পশু-পাখির হিট স্ট্রোক প্রতিরোধে চিকিৎসকরা মাঠে ভাঙ্গুড়ায় ভুমি অফিসের অনলাইন কার্যক্রমে হযরানি কমেছে,নামজারি নিষ্পত্তি তরান্বিত ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ভাঙ্গুড়ায় অগ্নিকান্ডে ক্রীড়া শিক্ষকের বাড়ি ভষ্মিভুত! ৩০ লাখ টাকার ক্ষতি ভাঙ্গুড়ায় প্রচন্ড গরম উপেক্ষা করে ক্লাস করছে প্রাথমিক শিক্ষার্থীরা ! অস্বস্তিতে ছাত্র-শিক্ষক প্রশংসনীয় উদ্যোগ- ভাঙ্গুড়ায় তাপদাহে পিপাসার্ত মানুষকে আনসার কমান্ডারের পানীয় সেবা অস্বাভাবিক গরমেও খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক ভাঙ্গুড়ায় দাদন ব্যবসার ফাঁদে পড়ে নি:স্ব হচ্ছে ক্ষুদ্র কৃষক ও ব্যবসায়ী সর্বজনীন পেনশন স্কিম- ভাঙ্গুড়ায় ৪ মাসে একাউন্ট ওপেন হয়েছে মাত্র ১৪২

করোনাভাইরাসের টিকা নিয়ে চিন্তার কিছু নেই : প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ১৭০ সময় দর্শন
  • Print This Post Print This Post

নিজস্ব প্রতিবেদকঃ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আরেকটা নতুন ধাক্কা আসছে বিশ্বব্যাপী। এখন থেকে সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি। করোনাভাইরাসের টিকা পাওয়া নিয়ে চিন্তার কিছু নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্য সব বাদ দিয়ে দেশবাসীকে সুরক্ষিত রাখার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। করোনার দ্বিতীয় ঢেউ ও টিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের চিন্তার কিছু নেই।’ গত কিছুদিন ধরে দেশে করোনার সংক্রমণ উঠতির দিকে। মোট শনাক্ত এরই মধ্যে ছাড়িয়েছে ৪ লাখ ৪৫ হাজার, মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৫০ জনের। বৈশ্বিক তালিকায় আক্রান্তে বাংলাদেশের অবস্থান ২৪তম; মৃতের সংখ্যায় ৩৩তম। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আরেকটা নতুন ধাক্কা আসছে বিশ্বব্যাপী। এখন থেকে সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি। ‘সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে, যাতে মানুষ আর ক্ষতিগ্রস্ত না হয়।

 

প্রথম দিকে আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না। এখন আমাদের অভিজ্ঞতা হয়েছে। নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত রাখার দায়িত্বটা সবাইকে পালন করতে হবে।’ মহামারির মধ্যেও দেশের উন্নয়নকাজ চলমান থাকায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা দেশের মানুষের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা উন্নয়নকাজগুলো হলো মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর ওপর এলাংখালী ঘাটে ৬০০ দশমিক ৭০ মিটার দীর্ঘ শেখ হাসিনা সেতু, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ফেরিঘাট রাস্তায় শীতলক্ষ্যা নদীর ওপর ১০ হাজার মিটার চেইনেজে ৫৭৬.২১৪ মিটার দীর্ঘ বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সেতু। এ ছাড়া রয়েছে যশোরের অভয়নগরে সড়ক ও জনপথের বাদামতলা থেকে আমতলা জিসি ভায়া মরিচা, নাউলী বাজার সড়কে ভৈরব নদীর ওপর ৭০২ দশমিক ৫৫ মিটার দীর্ঘ সেতু এবং পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর। সরকারপ্রধান বলেন, এসব উন্নয়ন কার্যক্রম এলাকাগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন - রায়তা-হোস্ট সহযোগিতায় : SmartiTHost
smartit-ddnnewsbd