সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় উপজেলার চলনবিল এলাকার বিভিন্ন গ্রামে অন্ধকার আলো জ্বালিয়ে (ফাদ) এক অভিনব কায়দায় মাছ শিকার করছে মৎসজীবিরা। মৎসশিকারীদের সাথে কথা বলে জানা যায়, তাড়াশ উপজেলায় উপজেলার চলনবিল মাদারজানি, সরাপপুর, কাউরাইল, শোরাপাড়াসহ গ্রামের খালে ও মাঠে র্টস এর আলো জ্বেেল অভিনব কায়দায় প্রতিদিন রাত্রী ১০ টা থেকে দলে দলে মৎসজীবি বিভক্ত হয়ে ভোর রাত (৩টা) পর্যন্ত মাছ ধরার উৎসবে মেতে উঠেছেন। মৎসজীবিরা জানান, খালে ও বিলের মাঠে টর্সের আলো জ্বালানোর পর পানির মাছ গুলো স্থির দাড়িয়ে থাকেন আর মাছের উপর পলো( মাছ ধরার ফাদ) ফেলে সহজের মাছ গুলো ধরে ফেলা যায় ।
মাদারজানি গ্রামের লাবু সরকার জানান, মাদারজানি গ্রামের সুলতান হোসেন, আবু ইউসুফ, ফরিদ, জহুরুল, তোজাম্মেল হোসেন সহ অনেক মৌসুম মৎসজীবি লাইট জ্বেলে অভিনব কায়দায় মাছ ধরে জীবিকা নির্বাহ করছে । মৎসজীবি শহিদুল জানান প্রতি রাত্রীতে ৩ থেকে ৫ কেজি করে শোল, কৈ, টাকি সহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করেন । এবং একেক জন মৎসজীবি ৬শত থেকে ১হাজার পর্যন্ত আয় করতে পেরে খুশি ।