ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের দাসবেলাই গ্রামে দুই হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতা বেল্লাল হাজি ও ইন্ধনদাতাসহ সকল আসামীকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী আজ মঙ্গলবার বিকাল ৪টায় চন্ডিপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এতে বক্তব্য রাখেন নিহত পরিবারের আলফা খাতুন,আশরাফুল ইসলাম,মামলার বাদি রত্না খাতুন প্রমুখ।
বক্তারা বলেন,ওই গ্রামের এক নারীকে কুপ্রস্তাব ও এসিড নিক্ষেপের হুমকির প্রতিবাদ করায় দাসবেলাই গ্রামের বখাটে মফিদুল ইসলাম(৩৮) ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বেল্লাল হাজির নেতৃত্বে ১৫/২০ জন দুবৃত্ত ধারালো অস্ত্রশ্বস্ত্র নিয়ে সম্প্রতি একই গ্রামের গফুর আলীর বাড়িতে হামলা চালায়। এতে ওই নারীর পরিবার ও স্বজনসহ ১৫ জন গুরুতর আহত হন। এদের মধ্যে তোরাপ আলী ও তার ছেলে ফজলুল হক নিহত হন।
বক্তারা আরো বলেন, ইউনিয়নের দু’একজন মাথাও বেল্লাল হাজিকে সাপোর্ট দিয়ে বখাটেদের হামলায় ইন্ধন যোগায়। আজ হত্যাকারীদের বিরুদ্ধে গণজোয়ার দেকে তারা অনেকেই ভোল্ট পাল্টে ফেলেছেন। তারা বলেন ঘটনা ঘটেছে দু,সপ্তাহ আগে অথচ আজ বেল্লাল হাজিকে দল থেকে বহিস্কার করা হল । এতে জনগণের কাছে তাদের চেহারা আরো পরিস্কার হয়ে গেল।
এ ব্যাপারে নিহত পরিবারের রত্না খাতুন ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ গ্রাম্য প্রধান আবুজল প্রামাণিক ও বখাটে মফিদুলসহ পাঁচজনকে গ্রেফতার করলেও অপর আসামী ওযার্ড আওয়ামীলীগের সভাপতি বেল্লাল হাজি এবং হত্যার ইন্ধনদাতাদের গ্রেফতার না করায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানববন্ধন থেকে আসামীদের অবিলম্মে গ্রেফতারের দাবি জানানো হয়। এর আগে হত্যাকারীদের ফাঁসির দাবিতে করতকান্দি গ্রাম থেকে চন্ডিপুর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিতে থাকে শত শত মানুষ। তখন পুলিশ তাদেরকে থামিয়ে দেয়।
এদিকে খানমরিচ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আছাদুর রহমান তার সমর্থকদের নিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে একই সময় পৃথক মিছিল এবং মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। তিনি জনসমক্ষে বেল্লাল হাজিকে দল থেকে বহিস্কারের ঘোষনাও প্রদান করেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, এ পর্যন্ত পাঁচজন আসামী গ্রেফতার করা হয়েছে। আওয়ামীলীগ নেতা বেল্লাল হাজিসহ বাকি আসামীদের আটকের জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। তিনি গ্রামবাসীকে মিছিল না করে অবশিষ্ট আসামীদের গ্রেফতারের জন্য পুলিশকে সহযোগিতা প্রদানের পরামর্শ দিয়েছেন।