পাবনার ভাঙ্গুড়ায় নিজ সম্পত্তি দাবি করে ছোট ভাই জয়নাল আবেদীনের (৪০) একটি গোয়াল ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাই ও ভাতিজা ফরিদ আলীর বিরুদ্ধে। আলাউদ্দিন পাটুলীপাড়া হাই স্কুলের নৈশ-প্রহরী ও ছেলে ফরিদ ভাঙ্গুড়া বি.এম কলেজের নৈশ-প্রহরী। এদিকে ঘর ভেঙ্গে দেওয়ার পর থেকে গরু নিয়ে বিপাকে পড়েছেন জয়নাল আবেদীন। গত রোববার (১৮ অক্টোবর) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জয়নাল ও আলাউদ্দিন ওই গ্রামের মৃত. আজিজল হকের ছেলে।
জানা গেছে,ঘটনার দিন নিজ সম্পত্তি দাবি করে আলাউদ্দিন ও তার ছেলে ফরিদ জোর পূর্বকভাবে ধারালো অস্ত্র দিয়ে জয়নাল আবেদীনের একটি গোয়াল ঘরের কয়েকটি খুঁটি কেটে ফেলে। ফলে ঘরটি ভেঙ্গে পরে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান,আলাউদ্দিন ও তার ছেলে ফরিদ সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তাদের অনেক টাকার গরম। তাই এলাকার কেউ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না।
ভুক্তভোগী জয়নাল আবেদীন বলেন, এই জায়গায় আমি দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি এবং নিয়মিত ভাবে খাজনাও দিয়ে আসছি। কিন্তু আমার বড়ভাই ও ভাতিজা জায়গার দাবি করে অতর্কিত ভাবে আমার গোয়াল ঘরের খুঁটি কেটে ভেঙে ফেলেন। এখন আমিসহ আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা।
এ ব্যাপারে আলাউদ্দিনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন,সম্পত্তি আমার বিধায় ঘর ভেঙে দিয়েছি। তবে তাকে কোন প্রকার হুমকি দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,বিষয়টি তিনি অবগত নন। তবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।