প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সারাদেশে ন্যায় ২৬ অক্টোবর সোমবার পাবনার চাটমোহরেও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে।
শান্তিপূর্ণ পরিবেশে যথাযথ ধর্মীয় মর্যদায় দেশব্যাপী পূজামন্ডপে পূজা-অর্চনা, শ্রাদ্ধঞ্জলি নিবেদন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে দেবী দূর্গা ভক্তরা পাঁচ দিনের দুর্গোৎসব উদযাপন করেন।
সার্বজনীন এই উৎসবের প্রত্যেক দিনই সনাতনী হিন্দু স¤প্রদায়ের সকল বয়সের নারী-পুরুষ মন্ডপে-মন্ডপে গিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন। পাশাপাশি দূর্গতিনাশিনী দেবীদূর্গার কৃপা লাভের আশায় তারা আরাধনা করেন।
প্রতিবারের ন্যায় এ বছরও দুর্গাপূজা উপলক্ষে চাটমোহরসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। প্রতিটি পূজামন্ডপে বিপুলসংখ্যক আনসার, ব্যাটালিয়ান পুলিশ ও আইন-শৃক্সখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক অশোক চক্রবর্ত্তী ও হান্ডিয়াল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী দিলীপ ব্রহ্মচারী বলেন, এ বছর উপজেলার ৪৭ পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হয় এবং বিজয়া দশমীতে চাটমোহরের আশেপাশের নদী – নালাগুলোতে বিকাল সাড়ে ৫টায় প্রতিমা বিসর্জন দেয়া হয়। আর এই বিসর্জনের মধ্যে দিয়ে এবারের পূজার সমাপ্ত ঘটে।