1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

সাংবাদিক তুহিন হত্যা: সাত আসামি গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১ সময় দর্শন

গাজীপুরে দৈনিক প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। শুক্রবার (৮ আগস্ট) রাতভর গাজীপুর, ঢাকার তুরাগ, এবং ময়মনসিংহের গফরগাঁও এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার রবিউল হাসান জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজনকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। এর মধ্যে ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া থেকে আটক করা হয়।

এরপর মামলার আরও দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—পাবনার পাচবাড়িয়া এলাকার মো. ফয়সাল হাসান (২৩) এবং কুমিল্লার হোমনা থানার বাসিন্দা মো. শাহ জালাল (৩২)। এই দুজনকে ময়মনসিংহের গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার সাতজনেরই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে অবস্থিত সিপিএসসিতে (CPSC) সংবাদ ব্রিফ করবেন র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার এসপি কে. এম. এ. মামুন খান চিশতী।

স্থানীয় সাংবাদিক সমাজ তুহিন হত্যার দ্রুত বিচার ও আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ বলছে, হত্যার পেছনের কারণ ও পরিকল্পনা উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে।

 

সূত্র: এফএনএস

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host