ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বর্তমান বিএনপি নেই। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছে। আওয়ামী লীগ আলেম ওলামাদের বিরুদ্ধে যেইসব শ্লোগান দিতো এখন বিএনপি সেই সব শ্লোগানই দিতেছে। বিএনপির গায়ে এখন বহুল ছাল। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়ার মূল আদর্শ থেকে সরে গিয়ে বিভিন্ন পরগাছার মতোই ছালের উপর নির্ভরশীল হয়েছে।
তিনি বলেন, ৫ আগস্ট এক ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু আমাদের যুদ্ধ থামেনি। আগামী সংসদ নির্বাচনে আমাদের যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে। আর সেই যুদ্ধ নব্য ফ্যাসিবাদ, চাঁদাবাজ, ধর্ষক, জালিমের বিরুদ্ধে। বর্তমানে দেশের জনগণ দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটা ইসলামপন্থী আরেকটা সাধারণ। ইসলামী দলগুলোর ভোট বাক্স হবে একটাই। যাতে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশে রূপান্তরিত হয়।
শায়েখে চরমোনাই অপপ্রচারের ব্যাখ্যা দিয়ে বলেন, এখন একটি দল হাদিয়া এবং চাঁদা দুটোকে এক করে বলতেছেন। তারা জানেনা হাদিয়া এবং চাঁদাবাজির পার্থক্যটা কি? চাঁদা মানুষের কাছ থেকে জোর করে আদায় করা হয়, আর হাদিয়া মানুষ খুশি হয়ে দেয়। চাঁদা না দেয়ায় নির্মমভাবে মানুষকে হত্যার ঘটনা আছে কিন্তু হাদিয়া না দিলে কষ্টদায়কও কোন কথা বলা হয় না।
দৃঢ় কণ্ঠে তিনি বলেন, পিআর পদ্ধতির বাইরে জাতীয় নির্বাচন এদেশের জনগণ মেনে নিবে না। এদেশের ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছে। সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলাসহ বহু বাংলা স্বাধীনের পর থেকে দেখে আসছি। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে শুক্রবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আরো বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও ঝালকাঠি-১ (সদর-নলছিটি) আসনে দলীয় মনোনীত প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলআমিন, জেলা ইসলামী আন্দোলন সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর-কাঠালিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হক, হেফাজতে ইসলামের আমীর মাওলানা আ. রহিম খানসহ আরো অনেকে। ইসলামী যুব আন্দোলন সভাপতি মাওলানা মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তৃতা শেষে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে দলীয় মনোনীত প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজীর হাতে আনুষ্ঠানিকভাবে হাতপাখা তুলে দিয়ে প্রার্থী হিসেবে সবাইকে পরিচয় করিয়ে দেন।
সূত্র: আমার দেশ।