ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় স্মৃতি হারানো এক কিশোরীর স্বজনদের সন্ধ্যান চেয়ে সোমবার ফেস বুকে স্ট্যাটাস দিয়েছেন ওসি মুহম্মদ আনোয়ার হোসেন। জানাগেছে, রোববার মধ্যরাতে পুলিশ ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ রেল স্টেশনের প্লাট ফরম থেকে অজ্ঞাত পরিচয়ের ওই মেয়েটিকে পায়। মেয়েটি নিজের সম্পর্কে কিছুই বলতে পারেনা। তবে তার নাম জ্ঞিসাসা করলে শুধু বলে তানিয়া।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন জানান,গভীর রাতে প্লাটফরমে পুলিশের লোক দেখে মেয়েটি এগিয়ে আসে কিন্তু সে কিছু বলতে পারছিল না। সে অতীত স্মৃতি হারিয়ে ফেলেছে বলে মনে হয়। তখন তিনি নিজে স্টেশনে চলে যান এবং অসহায় মেয়েটিকে থানায় নিয়ে মহিলা পুলিশদের নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা করেন। তিনি মেয়েটির সন্ধ্যানে সকলের সহযোগিতা কামনা করেছেন। ওসির এই উদ্যোগকে সুশিল সমাজের প্রতিনিধিরা স্বাগত জানিয়েছেন।
ভাঙ্গুড়ার সুশিল সমাজের প্রতিনিধিরা বলেন,মেয়েটির ব্যাপারে থানায় কোন মামলা নেই,কেউ অভিযোগও দেয়নি। তারপরও পুলিশ একটি অসহায় মেয়েকে নিরাপদ হেফাজতে নিয়ে আইন শংখলা বাহিনীর সদস্য হিসাবে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তা অবশ্যই প্রসংশার দাবিদার। তারা ওসির এই পদক্ষেপকে অনন্য উদ্যোগ বলে অভিহিত করেন।