সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শ্রীকোলা যুবসমাজের আয়োজনে শ্রীকোলা মাঠে ফুটবল খেলা উদ্বোধন করা হয়েছে। এক বর্ণাঢ্য আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম। এসময় নজরুল ইসলাম বলেন মাদক সন্ত্রাস জঙ্গীবাদ রোধে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরো জানান খেলাধুলা করলে যুব সমাজ মাদকের ভয়াবহ ছোবলের হাত থেকে বাঁচবে এ জন্য সবাই কে ক্রীড়া মুখী হতে হবে।