সাভারের আশুলিয়ার বাইপাইলে ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্র ছিলো ৩.৩। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, ভূমিকম্পটি স্বল্পমাত্রার হলেও স্থানীয়ভাবে অনেকে কম্পন টের পেয়েছেন। তিনি বলেন, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।
এর একদিন আগেই সারা দেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সেই ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকা।
দেশের বিভিন্ন স্থানে হুড়োহুড়ি করে ভবন থেকে নিচে নামার সময় এবং অন্যান্য দুর্ঘটনায় তিন শতাধিক ব্যক্তি আহত হন। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভবনে ফাটলের খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ আরো বড় ধরনের ভূমিকম্পের শঙ্কার মধ্যে রয়েছে।
ভূমিকম্পে ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের কথা জানিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ।
সূত্র: আমার দেশ।