পাবনার ভাঙ্গুড়ায় কালোবাজারে সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে ১৫ বস্তা সার জব্দ করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে
উপজেলার দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে কালোবাজারে বিক্রিত ওই সারগুলো ভ্যান গাড়িতে চাটমোহর নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা তা আটকে রেখে থানা-পুলিশকে খবর দেন।
অর্থদণ্ড প্রাপ্ত হলেন- উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের বিসিআইসি-এর সার ডিলার সেলিম হোসেন।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এই রায় প্রদান করেন।
এসময় উপজেলা কৃষি অফিসার মোছা. শারমিন জাহান, ওসি মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন-” এখানকার কৃষকরা যখন সার সংকটে ভুগছেন। ঠিক সেই সময়ে ওই অসাধু ডিলার অতিরিক্ত মুনাফার আশায় সার কালোবাজারে বিক্রি করছেন। এর আগেও ওই ডিলারের নানা অনিয়ম কৃষি কর্মকর্তাকে অবহিত করা হয়েছিল। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি।”
উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান বলেন-“মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ আনতেই পারেন। তবে এখানে আমার কোনো রকমের গাফিলতি নাই।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান “সার(ব্যবস্থাপনা)আইন,২০০৬ এর ১২ (৩) ধারা অনুযায়ী ওই সার ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । এসময় সেখান ৬ বস্তা ডিএপি, ৭ বস্তা ইউরিয়া ও ২ বস্তা পটাশ সার জব্দ করে তা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।”