পাবনার চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক সৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগিদের নিয়ে কার্প ফ্যাটেনিং বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার হান্ডিয়ালে এই মাঠ দিবস হয়।
এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন।প্রধান অতিথি ছিলেন নিমগাছি এলাকায় সমাজভিত্তিক সৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শহিদুল ইসলাম।
বক্তব্য দেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি মোঃ মিজানুর রহমানসহ মৎস্যচাষিবৃন্দ। মাঠ দিবসে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধি,ফ্যাট বৃদ্ধিসহ মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
মাঠ দিবস অনুষ্ঠানে মৎস্যচাষি ও প্রকল্পের সুফলভোগি সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: এফএেএস।