পাবনার সুজানগরের চায়ের দোকানগুলো মিনি সিনেমা হলে পরিণত হয়েছে। সেই সঙ্গে ওই সকল দোকানে টাকা দিয়ে জুয়া খেলার ন্যায় ক্যারাম খেলা হচ্ছে।
খোঁজ খবর নিয়ে জানা যায়, উপজেলার অধিকাংশ হাট-বাজার এবং বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গড়ে উঠেছে অসংখ্য চায়ের দোকান। ওই সকল চায়ের দোকানে ব্যাপক লোকসমাগম ঘটিয়ে বেচাকেনা বেশি করার লক্ষে বেশিরভাগ দোকানে রাখা হয়েছে বিশাল বড় বড় রঙ্গিন টেলিভিশন এবং ক্যারামবোর্ড।
উপজেলার ভবানীপুর গ্রামের সিদ্দিকুর রহমান বলেন চায়ের দোকানের টেলিভিশন গুলো অনেক রাত পর্যন্ত চালু থাকে। আর ওই সকল টেলিভিশনে আকর্ষণীয় সিনেমা দেখানো হয়। তাছাড়া বেশিরভাগ দোকানে রাখা হয়েছে ক্যারামবোর্ড। সেকারণে এলাকার এক শ্রেণির বেকার ভবঘুরে লোকজনের পাশপাশি কতিপয় স্কুল-কলেজের ছাত্ররা বিকাল থেকে রাত ১০/১১টা পর্যন্ত ওই সকল দোকানে গিয়ে টেলিভিশন দেখার পাশাপাশি টাকা দিয়ে ক্যারাম খেলে থাকে। এতে শিক্ষার্থীদের লেখা-পড়া বিঘ্নিত হওয়ার পাশাপাশি তারা বিপদগামী হচ্ছে। তাছাড়া টাকা দিয়ে ক্যারাম খেলাকে কেন্দ্র করে অনেক সময় আইন-শৃঙ্খলার অবনতি ঘটে বলেও একই এলাকার রতন বিশ্বাস জানান।
উপজেলার তারাবাড়ীয়া গ্রামের আমজাদ হোসেন বলেন পার্শ্ববর্তী সাতবাড়ীয়া বাজারের একাধিক চায়ের দোকানে সিনেমা হলের মতো ৫০ থেকে ৫২ইঞ্চি বিশাল বড় বড় এলএডি টেলিভিশন রয়েছে। এলাকার কতিপয় ভবঘুরে লোকজন ওই সকল চায়ের দোকানে গিয়ে টেলিভিশন দেখার পাশাপাশি টাকা দিয়ে ক্যারাম খেলে থাকে। অনেক সময় ক্যারাম খেলাকে কেন্দ্র করে পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদও হয়।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান বলেন খোঁজ-খবর নিয়ে শিগগিরই চায়ের দোকানে ক্যারাম খেলা এবং টেলিভিশনে সিনেমা দেখা বন্ধ করা হবে।
সূত্র: এফএনএস।