জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন,” আমরা গুপ্ত শক্তির বিরুদ্ধে লড়াই করছি। এদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রকাশ্য শত্রুর চেয়ে খুব কঠিন। দেশ নায়ক তারেক রহমানসহ বিএনপির স্থানীয় কমিটি,জাতীয় নির্বাহী কমিটি ও সকল অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটি এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা তুহিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ” যদি আমরা ঐক্যবদ্ধ না হই বিগত ১৭ বছর যে কষ্টভোগ করেছেন আগামীতে তার যে বেশি কষ্টভোগ করতে হবে। কাজেই আামাদেরকে ঐক্যবদ্ধভাবে এই গুপ্ত শক্তির মোকাবেলা করতে হবে।”
তিনি আরও বলেন,” তারেক রহমান আামাদের শপথ নিয়েছেন আমরাও তাকে কথা দিয়ে এসেছি। যাকেই প্রার্থী ঘোষণা করা হোক আমরা সবাই মিলে সেই ধানের শীষের প্রার্থীকেই বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
যুবদল নেতাকর্মীদের উদ্দেশ্যে কৃষকদলের এই নেতা বলেন, ” কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। সীমান্তের অতন্দ্র প্রহরীর মতো সকল অপশক্তির বিরুদ্ধে আপনাদের পাহারা দিতে হবে।”
সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম ফরিদ।এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মনির হোসেন।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. আরিফা সুলতানা রুমা, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহীন আব্দুল আলিম, মামুন আহমেদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম হুমায়ুন কবির, উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।