২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগ ও ১৪ দল কর্তৃক লগি-বৈঠার তান্ডবের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর ) বিকালে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়েই শেষ হয়।
পরে উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আব্দুস সাদিকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়াত) ও পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের দলের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আছগার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মজিবর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর জাতির ইতিহাসে এক ভয়াল দিন। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতাকর্মী। শুধু ঢাকায় নয়, সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতে ওঠে- যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা। ১৯ বছরেও এর বর্বর হামলার দায়ীদের বিচার হয়নি।”