1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডবের বিচার দাবিতে ভাঙ্গুড়ায় জামায়াতের বিক্ষোভ ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মারামারি ,আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির চীনের সাথে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশের উদ্বেগের কোনো কারণ নেই:পররাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর পাবনা ৩ : কাউকেই মনোনয়ন দেয়া হয়নি,ধানের শীষে ঐক্যবদ্ধ থাকার আহবান ভাঙ্গুড়ায় মা-বাবা হারিয়ে সংসারের দায়িত্ব নিলো ৯ বছরের শিশু মরিয়ম সাঁথিয়ায় দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০ রাবিতে ভর্তির আবেদন শুরু ২০ নভেম্বর, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত

২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডবের বিচার দাবিতে ভাঙ্গুড়ায় জামায়াতের বিক্ষোভ

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪৭ সময় দর্শন

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগ ও ১৪ দল কর্তৃক লগি-বৈঠার তান্ডবের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনার ভাঙ্গুড়া পজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ অক্টোবর ) বিকালে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়েই শেষ হয়।

পরে উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আব্দুস সাদিকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়াত) ও পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের দলের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আছগার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মজিবর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয় প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর জাতির ইতিহাসে এক ভয়াল দিন। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতাকর্মী। শুধু ঢাকায় নয়, সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতে ওঠে- যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা। ১৯ বছরেও এর বর্বর হামলার দায়ীদের বিচার হয়নি।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host