পাবনার সাঁথিয়ায় ভেলা বাইচকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় দুই পক্ষের অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা রয়েছে। রোববার (২৬অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত উপজেলার করমজা ইউনিয়নের তলট বাজারে থেমে থেমে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রনের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সমপ্রতি সাঁথিয়ার ইছামতী নদীতে উপজেলার করমজা ইউনিয়নের পার করমজা গ্রামের রায়হান আলীসহ কয়েকজনের উদ্যোগে একটি ভেলা বাইচের আয়োজন করা হয়। যেটির চুড়ান্ত প্রতিযোগিতা ছিল শুক্রবার(২৪ অক্টোবর)। তবে করমজা গ্রামের একটি ভেলা অংশ নিতে গেলে ত্রুটি দেখিয়ে ভেলাটিকে বাতিল ঘোষণা করেন ভেলা বাইচ প্রতিযোগিতার আয়োজকরা। এ নিয়ে পার করমজা ও করমজা দুই গ্রামের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
রোববার করমজা গ্রামের যুবক হাসেম আলী স্থানীয় তলট বাজারে গেলে এ নিয়ে অপরপক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়।পরে এ নিয়ে তলট বাজারে পার করমজা ও করমজা দুই গ্রামের প্রায় তিন থেকে চার শত লোকের মধ্যে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। যা থেমে থেমে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে। এ ঘটনায় লাঠিসোঁটা ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের চিকিৎসার জন্য সাঁথিয়া ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল(রোববার) সন্ধ্যা থেকে থেমে থেমে সংঘর্ষ হয়। পুলিশ কয়েক দফায় এসে সংঘর্ষ থামালেও পরে এ সংঘর্ষ আরো বড় হয়। এতে উভয় পক্ষের বেশ কিছু ব্যক্তি আহত হয়েছে বলে জেনেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।