পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাচুরিয়া গ্রামের চিকনাই নদীর কালীবাড়ি পয়েন্টে বড়দহ ঘাটে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্থাপিত অবৈধ সোঁতিবাধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। ওই এলাকার জাকের সরদার গং অবৈধ সোঁতিবাধ স্থাপন করে পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেশীয় মাছ নিধন করছিলো। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এই সোঁতিবাধ অপসারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
পরে জনসম্মুখে পোড়ানো হয় জাল। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,ডিবিগ্রাম ইআুনিয়নের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এরআগে বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলার বিভিন্ন বিল ও নদীতে অবৈধভাবে স্থাপন করা ৫টি সোঁতিবাধ অপসারণ করেন। এসকল সোঁতিবাধ স্থাপন করে দেশীয় প্রজাতির মাছ নিধনের পাশাপাশি জীববৈচিত্র ধ্বংস করা হচ্ছিল। এ সকল কর্মকান্ডে জড়িত এলাকার প্রভাবশালী ব্যক্তি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান,পানি প্রবাহের বাধা সৃষ্টি করে এই সকল অবৈধ সোঁতিবাধ স্থাপন করা হয়েছিল। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে সোঁিতবাধ অপসারণ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন,অবৈধ সোঁতিবাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এই অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: এফএনএস।