পাবনার ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী শ্রমিকদলের পৌর শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড চত্বরে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে মো. জহুরুল ইসলাম সভাপতি,শরীফ সরদার সাধারণ সম্পাদক ও শিপন আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।এর আগে বিকেলে কাউন্সিলের উদ্বোধন করেন পাবনা জেলা শ্রমিকদলের সভাপতি মো. আলাউদ্দিন ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর।সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি আলামিন হোসেন।
উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ,যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ।