পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের একজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করেছেন সামাজিক সংগঠন প্রজন্ম ২৪ পরিবার। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত এই মানবিক সহায়তা প্রদান করেন সংগঠন টি।
জানা যায়, দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী চলাচলে অক্ষম হয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি নজরে এলে সামাজিক সংগঠন প্রজন্ম ২৪ পরিবারকে একটি হুইলচেয়ার দেওয়া হয়। এর আগে উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন নগদ অর্থ প্রদান করেন।
চেয়ার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করেন প্রজন্ম ২৪পরিবার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূর মোজাহিদ স্বপন ও সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস,এম, হুমায়ূন কবির ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, প্রজন্ম ২৪পরিবারের আনোয়ার হোসেন, রাকিবুল ইসলাম ও আশিক ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি মো.নূর মোজাহিদ স্বপন তাঁর বক্তব্যে প্রজন্ম ২৪’-এর উদ্যোগের প্রশংসা করে বলেন, “প্রতিবন্ধী মানুষ সমাজের বোঝা নয়। তারা সঠিক সুযোগ পেলে দেশের সম্পদে পরিণত হতে পারে। এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়, যা সমাজের অন্যদেরও অসহায়দের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।”
বিশেষ অতিথি প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, “এই ধরনের সহযোগিতা শুধু বস্তুগত সাহায্য নয়, বরং প্রতিবন্ধী মানুষের প্রতি সমাজের সহানুভূতি ও দায়িত্ববোধেরই প্রতীক। তারা আশা প্রকাশ করেন, বিতরণের মাধ্যমে পাওয়া এই সামগ্রীগুলো সুবিধাভোগীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”