দৈনিক সমকালের চাটমোহর প্রতিনিধি,চাটমোহর প্রেসক্লাবের কার্যকরী সদস্য শামীম হাসান মিলনের একমাত্র ছেলে আবির হাসান জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে দশটায় চাটমোহর পৌর সদরের মধ্য শালিখা জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন,পাবনা-৩ আসনের সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী,সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসাদুল ইসলাম হীরা,জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন,কৃষকদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামসুর রহমান শামস,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরুল আলম,মধ্য শালিখা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রাজিউর রহমান রুমী,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, দৈনিক ইছামতির ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান খান বিপ্লব,সাংবাদিক শাহীন রহমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,এ এম জাকারিয়া প্রমুখ।
জানাযা নামাজে ইমামতি করেন মধ্য শালিখা জামে মসজিদের ইমাম হাফেজ মো. রায়হান উদ্দিন। পরে বৃগুয়াখড়া সম্মিলিত কবরস্থানে আবিরকে দাফন করা হয়।
সড়ক দূর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ প্রায় দুই বছর কোমায় থাকার পর শুক্রবার (১৭ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নিজ বাসায় মারা যায় আবির। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে পরিবার স্বজন সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৭ বছর। সে চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। এক বোন আর এক ভাই এর মধ্যে আবির ছিল ছোট।
তার মৃত্যুর খবর পেয়ে সাংবাদিক মিলনের বাড়িতে গিয়ে সমবেদনা জানান পাবনা-৩ আসনের সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন,জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
প্রসঙ্গত: ২০২৩ সালের ১০ নভেম্বর শুক্রবার বাবার সাথে জুমআ’র নামাজ আদায় করেছিল আবির। নামাজ শেষে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় সে। চাটমোহর উপজেলার গুনাইগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়। তাকে প্রথমে চাটমোহর হাসপাতালে, সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে নেয়া হয় ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্সেস ও হাসপাতালে। সেখানে কয়েক দফা অপারেশন করা হলেও জ্ঞান ফেরেনি আবিরের। সেই থেকে কোমায় ছিল সে।
সূত্র: এফএনএস।