পাবনার সাঁথিয়ায় কাশিনাথপুর ফুলবাগান মোড়ে ক্রিসেন্ট হাসপাতালের সামনে খান মার্কেটের ফুড প্যালেস বিরিয়ানি হাউস ও খান ব্যাটারির দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।এ সময় খান মার্কেটের পাশে সিলভারের আরেক দোকান মান্নান ষ্টোরে আগুন লেগে প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার(১৪অক্টোবর)দুপরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,বিদ্যুতের লাইনের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হলে মুহর্তে আগুন মার্কেটে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের তীব্রতায় দোকানের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি। তবে এ সময় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। সংবাদ পেয়ে ঘটনাস্থলে কাশিনাথপুর ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রাণপন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষনে ফুড প্যালেস বিরিয়ানি হাউস,খান ব্যাটারির দোকান ও মান্নান ষ্টোরের সিলভারের দোকানে মালমাল পুড়ে ছাই হয়ে যায়।তবে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর লাইনম্যানের অদক্ষতা ও অসাবধানতার কারণে অগ্নিকান্ড সংঘটিত হতে পারে বলে অভিযোগ করেন মার্কেট কর্তৃপক্ষ ও স্থানীয়রা।
স্থানীয় শিক্ষক আলউল হোসেনসহ একাধিক ব্যাক্তি অভিযোগ করে বলেন,প্রতিবারের মতো এবারও কাশিনাথপুর ফায়ার সার্ভিস অদক্ষতার পরিচয় দিয়েছে। মাত্র ২মিনিটের পথ পাড়ি দিয়ে ফায়ার সার্ভিস আসতে তাদের সময় লাগে প্রায় ৩০ মিনিট।ফায়ার সার্ভিসের পানি মাত্র ৫ মিনিটেই শেষ হয়ে যায়।পরবর্তীতে স্থানীয় কিছু তরুণসমাজের প্রচেষ্টায় পার্শ্ববর্তী আত্রাই নদী থেকে পানির ব্যবস্থা করে এক ঘণ্টা পরে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ততক্ষণে ফুড প্যালেস বিরাণী হাউস ও খান ব্যাটারির পুড়ে ছাই হয়ে যায়।
মার্কেটের মালিক শফিকুল আলম খান টিটুল বলেন,পল্ল্লী বিদুৎ এর লাইন মেরামতের সময় ড্রপতার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়,এতে আমার ২টি দোকানসহ উপরে একটি রেষ্টুরেন্ট সম্পুর্ন ক্ষতিগ্রস্থ হয় এবং প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর মহাব্যবস্থাপক(জিএম)আহমেদ শাহ আল জাবের অভিযোগ অস্বীকার করে বলেন,মার্কেটের আগুন লাগার সময় আমাদের বিদ্যুতের গ্রিড থেকেই লাইন বন্ধ ছিল এবং আমাদের লাইনম্যানরা লাইন মেরামত করতে যায়নি বা লাইন মেরামতের সময় দুর্ঘটনা ঘটেনি। গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে। দুর্ঘটনার খবর পেয়ে আমাদের লোকজন গিয়ে লাইন সেভ করে আবার লাইন চালু করছে।
কাশিনাথপুর ফায়াার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান,আগুনের ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ সংযোগের ত্রুটিতেই এই দুর্ঘটনা ঘটতে পারে।