পাবনার ভাঙ্গুড়ায় বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রভাষক মো. আমিরুল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,শরৎনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আজিজ মো. মহসিন,ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.কামাল হোসেন,ভাঙ্গুড়া বিটিএম কলেজের অধ্যক্ষ মো. বদরুল আলম বিদ্যুৎ,শরৎনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আলী আছগর, ময়দানদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা দ্রুত ২০% হারে বাড়িভাড়া, মাসিক ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবি জানান।
এছাড়া মানববন্ধন থেকে, শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।