পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের নতু্ন দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মো. আহসানুল হাবীব রতন কে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন শিক্ষকরা। পূজার ছুটির পর গতকাল রবিবার কলেজটি খোলো।
এর আগে অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ মিয়ার মৃত্যুজনিত কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজি অত্র কলেজের সিনিয়র শিক্ষক সরকার আহসানুল হাবীবকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রদান করেন।
রবিবার সকালে সিনিয়র শিক্ষকদের নেতৃত্বে অন্যান্য শিক্ষকগণ ফুলের তোড়া নিয়ে অধ্যক্ষের অফিস কক্ষে প্রবেশ করেন এবং আনুষ্ঠানিক ভাবে তাকে অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রধান প্রভাষক মিজানুর রহমান,দর্শন বিভাগের প্রধান প্রভাষক দুলাল হোসেন, পদার্থ বিজ্ঞানের প্রধান প্রভাষক জামাল উদ্দিন,রসায়ন বিভাগের প্রভাষক আবুল হাসান,মার্কেটিং বিভাগের প্রধান কানিজ সোহানী দিলরুবা রত্না প্রমুখ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক সরকার আহসানুল হাবীব রতন বলেন,মহান রাব্বুল আলামিনের নিকট তিনি কৃতজ্ঞ এই জন্য যে,তিনি অধ্যক্ষের চেয়ারে বসিয়ে তাকে সম্মানিত করেছেন। কতদিন কলেজের এই দায়িত্ব তিনি পালন করতে সক্ষম হবেন সেটাও আল্লাহপাক ভালো জানেন। তবে যতদিন তিনি এই চেয়ারে থাকবেন প্রতিষ্ঠান প্রধান হিসাবে কলেজের উন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে কাজ করে যাবেন। এজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।