1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি মামুনের জবানবন্দি হাসিনার দুঃশাসনের অকাট্য দলিল: চিফ প্রসিকিউটর রাঙ্গামাটিতে আখ চাষে সফলতা পেয়েছে প্রান্তিক চাষীরা এশিয়ার বাজারে পতন, নতুন উচ্চতায় সোনার দাম মীর কাসেম আলীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ জামায়াত আমিরের সাঁথিয়ায় ইছামতি নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ ডাকসু নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই: আপিল বিভাগের নির্দেশ দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, থাকছে ভারী বর্ষণের শঙ্কাও শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা : সাবেক আইজিপি শোকজের পরও কর্মস্থলে ফেরেনি সহকারী শিক্ষিকা প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থ অসহায়দের পাশে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

এশিয়ার বাজারে পতন, নতুন উচ্চতায় সোনার দাম

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ সময় দর্শন

বুধবার এশিয়ার শেয়ার বাজারগুলো নিম্নমুখী হয়েছে। অন্যদিকে ইকুইটি ও বন্ড বাজারে ব্যাপক বিক্রির পর বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় খুঁজতে থাকায়, টানা ছয় দিনের উত্থান অব্যাহত রেখে নতুন রেকর্ড ছুঁয়েছে সোনার দাম। হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এশিয়ার বাজার খোলার সাথে সাথে তাৎক্ষণিক ডেলিভারির জন্য সোনার দাম নতুন রেকর্ডে পৌঁছেছে। আউন্স প্রতি সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৪৬.৯৬ ডলারে পৌঁছেছে।

সব মিলে গত ছয় দিনে দাম পাঁচ শতাংশ বেড়েছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভ সিস্টেম (ফেড)-এর গভর্নর লিসা কুককে বরখাস্ত করার চেষ্টা করার পর ব্যবসায়ীরা মার্কিন ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের ক্যারল কং বলেন, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাবর্তনের ফলে নিরাপদ বিনিয়োগের ব্যাপারে বিনিয়োগকারীদের পছন্দ পরিবর্তিত হতে পারে।

তিনি আরও বলেন, সোনার দাম আগের চেয়েও বেশি বেড়েছে। যা এখন পর্যন্ত ৩০ শতাংশেরও বেশি। তবে ঝুঁকিটি হলো, প্রেসিডেন্ট ট্রাম্প যদি মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিশেষ করে ফেডারেল রিজার্ভের স্বাধীনতাকে খর্ব করতে থাকেন, তাহলে মার্কিন ডলার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে তার আবেদন আরও হারাবে।

এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস বলেন, বন্ড ও ইকুইটি স্থবির হয়ে পড়ায় সোনার দাম শেষ অবলম্বন হয়ে উঠেছে। ডলারের উত্থান বৈশ্বিক আর্থিক পরিস্থিতি আরও কঠিন করে তুলছে, ঠিক তখনই প্রযুক্তি ও চিপস খাতে শুল্ক সংঘাত আবারও দেখা দিচ্ছে। যার ফলে এটি নিশ্চিত হয়েছে যে, এশিয়া বিচ্ছিন্নভাবে বাণিজ্য করতে পারবে না।

এদিকে, জাপানের শেয়ারবাজার স্থানীয় রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে পড়ে। গত জুলাইয়ের উচ্চকক্ষের নির্বাচনে ভরাডুবির দায়ে মঙ্গলবার ক্ষমতাসীন দলের নম্বর টু পদত্যাগের ইঙ্গিত দেওয়ায় বুধবার বাজার খোলার পর টোকিও শেয়ার নিম্নমুখী হয়।

সিডনির ভ্যানেকের ক্রস-অ্যাসেট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট আনা উ ব্লুমবার্গকে বলেন, ব্যবসায়ীরা জাপানের রাজনৈতিক ভবিষ্যৎকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হতে দেখছেন, যা অস্থিরতা বৃদ্ধি করছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host