প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুতি নিতে শুরু করেছে কমিশন। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হবে। বুধবার দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আয়নার মত স্বচ্ছ নির্বাচন করতে চায় ইসি। অংশীজনের সঙ্গে আলোচনা করতে ১ মাসের পরিকল্পনা করা হয়েছে। নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে।
সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যে চিঠি দেয়ার কথা বলেছেন, আমরা আশা করছি শিগগিরই তা পেয়ে যাব। এআই ব্যবহার করে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে ব্যাপারেও উদ্যোগ নিচ্ছে ইসি।
রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, যারা একেবারেই শর্ত পূরণ করতে পারেনি তাদের চিঠি দেয়ার কোনো প্রয়োজন বোধ করছে না কমিশন। তবে যাদের কাগজপত্র ঠিক থাকবে তাদের মাঠ পর্যায়ে যাচাই বাছাই করা হবে। সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দল নিবন্ধনের কাজ সম্পন্ন হবে।
সূত্র: আমার দেশ।