তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের (২০১৪, ২০১৮ ও ২০২৪) সময় দায়িত্ব পালন করা ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়সংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে বিস্তারিত তথ্য পাঠাতে চিঠি দিয়েছে। তথ্যগুলোর মধ্যে রয়েছে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নাম, পিতামাতার নাম, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর, এবং স্থায়ী ও বর্তমান ঠিকানা।
রোববার (২০ জুলাই) নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা শাখার উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ঢাকার শেরেবাংলা নগর থানার একটি মামলার তদন্তের প্রয়োজনে এই তথ্য চাওয়া হয়েছে। মামলাটি দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যেখানে তিন নির্বাচন কমিশন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৯ জনকে আসামি করা হয়েছে।
বিএনপির অভিযোগ, নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন না করে ভীতি সৃষ্টি করে ভোটবিহীন নির্বাচন সম্পন্ন করেছে। মামলার পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রসঙ্গত, সংসদ নির্বাচনে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা থাকেন সহকারী রিটার্নিং কর্মকর্তার ভূমিকায়। বিভিন্ন কেন্দ্রের জন্য প্রায় দুই লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিযুক্ত হন।
ইসি জানিয়েছে, মামলার তদন্তে স্বচ্ছতা ও সুষ্ঠু বিচার নিশ্চিতে এই তথ্য দ্রুততম সময়ের মধ্যে পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।