1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আবরার ফাহাদের দেখানো পথে এনসিপি রাজনীতি করছে : নাহিদ তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ সংবিধানের কয়েকটি ধারা অবৈধ ঘোষণা রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হচ্ছে না বিগত তিনটি নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি কুবি শিবিরের নতুন সভাপতি মাজহার, সেক্রেটারি আবির লঙ্কান মাটিতে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে মাওলানা রফি উদ্দিনের ইন্তেকালে তা‘লীমুল কুরআন ফাউন্ডেশনের শোক ট্রাক চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

লঙ্কান মাটিতে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১ সময় দর্শন

দুই ম্যাচ শেষে ১-১ সমতায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। ফলে তৃতীয় ও শেষ ম্যাচ রূপ নিচ্ছে ফাইনালে। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো লঙ্কান মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা। মঙ্গলবার (৮ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী এই ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

কলম্বোর আগের ম্যাচের তুলনায় পাল্লেকেলের উইকেট হতে পারে আরও বেশি ব্যাটিং সহায়ক। পরিসংখ্যানও বলছে, এই মাঠে ওয়ানডে ম্যাচ সাধারণত হাই-স্কোরিং হয়। তাই আগে ব্যাটিংয়ের সুযোগ পেলে বড় সংগ্রহের লক্ষ্যেই নামতে হবে মেহেদী হাসান মিরাজের দলকে। তবে ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে কিছু দুশ্চিন্তাও রয়েছে, বিশেষ করে নাজমুল হোসেন শান্তকে নিয়ে। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া এই বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত না খেলতে পারলে তার পরিবর্তে একাদশে ঢুকতে পারেন নাঈম শেখ, যিনি ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে আছেন।

পাশাপাশি দলে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ, যিনি চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন। গত ম্যাচে ব্যাট হাতে কার্যকর ইনিংস এবং বল হাতে উইকেট নেওয়ায় শামীম পাটোয়ারী হয়ে উঠেছেন টিম ম্যানেজমেন্টের আস্থার কেন্দ্রবিন্দুতে। ফলে ছন্দহীন লিটন দাসের একাদশে ফেরার সম্ভাবনা ক্ষীণ। স্পিন বিভাগ নিয়েও ভাবনার জায়গা রয়েছে। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম সিরিজে নিজের প্রথম ম্যাচেই পাঁচ উইকেট শিকার করে একাদশে নিজের অবস্থান শক্ত করেছেন। মেহেদী হাসান মিরাজ ব্যাটে-বলে তেমন ভালো করতে না পারলেও অধিনায়ক হওয়ার কারণে তার খেলা এক প্রকার নিশ্চিত। ফলে রিশাদ হোসেনের ফেরার পথ কিছুটা কঠিন হয়ে পড়েছে। তবে পাল্লেকেলের উইকেট যদি পেস সহায়ক হয় এবং দুই পেসার খেলানো হয়, সেক্ষেত্রে রিশাদের জন্য একটি জায়গা তৈরি হতে পারে।

লঙ্কানদের বিপক্ষে শুরুর দিকে বিপর্যয়ের চিত্র এখনো বাংলাদেশকে তাড়া করছে। প্রথম ওয়ানডেতে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভালো সূচনা পেলেও মাত্র ৫ রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে তানভীর ইসলাম এবং শামীম পাটোয়ারীর দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানের জয় পেয়ে সমতা ফেরায় টাইগাররা। ওই জয়ের পর মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, প্রথম ম্যাচের হারের ধাক্কা তারা মেনে নিতে পারেননি। তবে মনোবল হারাননি এবং সিরিজে ফিরে আসতে পেরেছেন। এবার লক্ষ্য একটাই—সিরিজ জয়।

বাংলাদেশ এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি। দুই দলের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের ইতিহাসে বাংলাদেশ ১০টি সিরিজের মধ্যে জিতেছে মাত্র দুটি, দুটোই ঘরের মাঠে—২০২১ এবং ২০২৪ সালে। বাকি ছয়টি সিরিজ জিতেছে শ্রীলঙ্কা, আর দুইটি সিরিজ ড্র হয়েছে। ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত ৫৯ বার মুখোমুখি হয়েছে। তাতে বাংলাদেশ জিতেছে মাত্র ১৩ বার, শ্রীলঙ্কার জয় ৪৪টি এবং দুইটি ম্যাচ ফলহীন হয়েছে। লঙ্কান মাটিতে বাংলাদেশের তিনটি জয়ের মধ্যে প্রথমটি এসেছিল ২০১৩ সালে পাল্লেকেলেতে, দ্বিতীয়টি ২০১৭ সালে ডাম্বুলায় এবং তৃতীয়টি কলম্বোতে চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে।

পাল্লেকেলেতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্ধারণী ম্যাচের আগে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা পারভেজ হোসেন ইমন জানিয়েছেন, তাদের মধ্যে রয়েছে প্রবল আত্মবিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের একটা বড় সুযোগ। এই ম্যাচ জিতলে ইনশাহআল্লাহ ভালো একটা সিরিজ জিততে পারবো। গত ম্যাচ জেতার পরে সবার মধ্যে আত্মবিশ্বাস ফিরেছে। সবাই হাসি-খুশি আছে। আমরা চেষ্টা করবো কালকের ম্যাচটা জিততে। এখানে আমাদের সেরাটা দেওয়ারই চেষ্টা করবো।’

সিরিজ নির্ধারণী এই ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত বা নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

ক্যান্ডির মাটিতে এবার ইতিহাস রচনার হাতছানি দিচ্ছে বাংলাদেশ দলের জন্য। সেই ইতিহাস রচনার মঞ্চেই কি আবারও চমক দেখাবে টাইগাররা, তা দেখতে উন্মুখ ক্রিকেটভক্তরা।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host