1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কার ছাড়া নির্বাচন—জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল: জামায়াতের তাহের চাটমোহরে আওয়ামী লীগ নেতা মকবুল কারাগারে জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করব: প্রধান উপদেষ্টা ভাঙ্গুড়ায় বিএনপির আনন্দ শোভাযাত্রা  ও আলোচনাসভা অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন : তারেক রহমান সাঁথিয়ায় সরকারি সম্পত্তিতে অবৈধভাবে নির্মাণাধীন অবকাঠামো উচ্ছেদ খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না:শহীদ জাহিদুলের বাবা ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে:রাষ্ট্রপতির বাণী আসুন এমন এক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না : প্রধান উপদেষ্টা ইসির খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট

দুর্গাপুরে পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬৯ সময় দর্শন

রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী শরিফুল (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫।বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার জয়নগর এলাকার কলনঠিয়া গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-৫ সিপিএসসি এর একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে শরীফুলের হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। এবং তিনি একটি সংঘবদ্ধ গ্রুপের সমন্বয়ে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এ তথ্যের ভিত্তিতে তাকে দীর্ঘদিন যাবত র‌্যাব-৫ এর গোয়েন্দা দল কর্তৃক অনুসরণ করা হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুর্গাপুরের জয়নগর কলনঠিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী শরীফুলকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে যা তার শ্বশুরবাড়িতে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে উক্ত বসতবাড়ির খড়ের ঘরের ভেতরে মাটির ২ ফিট গভীরে রাখা অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শীর্ষ সন্ত্রাসী শরীফুল ও তার চক্রের অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‌্যাব-৫ এর গোয়েন্দা নজরদারি ও তৎপরতা চলমান রয়েছে।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে দুর্গাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host